গাইবান্ধায় গাছ থেকে পড়ে এক মশলা বিক্রেতার মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/PG6k1wxr8mGFBA_D5TEiugBvHlMLjR0L1L4M2e2eSi2gFi9JqCMnkB-f9yAd2pRy69NPxTb7hK_GxfWqV0yX5U3BKMfJX3gw1024-h560-p-rw-1-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গাছ থেকে পড়ে মনোয়ারুল ইসলাম (৩১) নামের এক মশলা বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
মৃত মনোয়ারুল হাসানপাড়া গ্রামের খাজু দরবেশের ছেলে।
স্থানীয়রা জানান, মশলা বিক্রেতা মনোয়ারুল সকালে পার্শ্ববর্তী ছাইগাড়ী গ্রামে একটি তেজপাতার গাছ কিনে সেই পাতা ছিড়তে গাছে ওঠেন। এ সময় গাছ থেকে পা ফসকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন