গাইবান্ধায় চাঁদা উত্তোলনকালে শ্রমিক ইউনিয়নের সদস্য আটক
গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন থেকে অবৈধ চাঁদা উত্তোলনকালে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মহসিন আলীকে (৬০) হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে পৌর শহরের ঘোড়াঘাট সড়কে স্থানীয় সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে সিএনজি-ইজিবাইক স্ট্যান্ড পয়েন্ট থেকে অবৈধ চাঁদা উত্তোলনকালে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের ওই সদস্য যানবাহন থেকে অবৈধ চাঁদা উত্তোলন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নির্দেশে এসআই সঞ্জয় কুমার, জসিম উদ্দিন ও এসআই হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ চাঁদা উত্তোলনকালে মহসিনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদ জানান, পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন আলী চাঁদা উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা কোর্টহাজতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন