গাইবান্ধায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/পানি-পুকুর-ডুবে.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে শুভ (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা গ্রামে পুকুরে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে শুভর লাশ উদ্ধার করে।
রৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটাজি সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে অসুস্থ। গ্রামবাসীর ধারনা মিরগী রোগী হওয়ায় নিজেই পানি পড়ে গিয়ে সে মারা যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন