গাইবান্ধায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
গাইবান্ধায় দেশের জনপ্রিয় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার পুলিশ সুপার এ আরএম আলিফ।
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল সাম্য’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আমিনুল ইসলাম খোকন, কবি ও লিটলম্যাগ সম্পাদক সরোজ দেব ও গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা। শুভেচ্ছা জানান বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন বহুবছর ধরে পাঠক প্রিয়তার শীর্ষে। সে অবস্থান ধরে রাখতে পত্রিকাটি নতুন নতুন ধ্যান-ধারনা নিয়ে এগুচ্ছে। উত্তরা লসহ সারাদেশে সকাল সকাল এ পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করায় কর্তৃৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উত্তরোত্তর সাফল্য করেন বক্তারা।
শুরুতেই দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাইবান্ধা প্রতিনিধি গৌতমাশিস গুহ সরকার স্বাগত বক্তব্য রাখেন। পরে অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার পুলিশ সুপার এআরএম আলিফ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন