গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বাসের ধাক্কায় সোহেল মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও সন্তান।

শনিবার (১৫ মে) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের পলাশবাড়ি-ঘোড়াঘাট সড়কের শিশুদহ নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সোহেল মিয়া মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, কামদিয়া বাজারের আত্মীয়ের বাড়িতে স্ত্রী-সন্তানসহ ঈদের দাওয়াত খেতে যান সোহেল মিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে শিশুদহ নামকস্থানে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সোহেল মিয়া। এতে গুরুতর আহত হয় নিহতের স্ত্রী ও শিশু সন্তান।