গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বাসের ধাক্কায় সোহেল মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও সন্তান।
শনিবার (১৫ মে) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের পলাশবাড়ি-ঘোড়াঘাট সড়কের শিশুদহ নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সোহেল মিয়া মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, কামদিয়া বাজারের আত্মীয়ের বাড়িতে স্ত্রী-সন্তানসহ ঈদের দাওয়াত খেতে যান সোহেল মিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে শিশুদহ নামকস্থানে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সোহেল মিয়া। এতে গুরুতর আহত হয় নিহতের স্ত্রী ও শিশু সন্তান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন