গাইবান্ধায় বিশ্ব মৃত্তিকা দিবস পালন
গাইবান্ধা জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিউট (এসআরডিআই) এর আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সোমবার (৫ ডিসেম্বর) গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভপতিতে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিউটের গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা পার্থ কমল কুন্ডু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল উদ্দিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মাঠ পর্যায়ের কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন