গাইবান্ধায় মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জের ধরে জামিনে ছাড়াপেয়ে আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বাদী ও তার পরিবারকে। এবিষয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মোছাঃ রিমা বেগম।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৩১/১০/২০২১ইং তারিখ রাতে পূর্ব শত্রুতার জের ধরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভজনের খামার গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ সফু মিয়া গং পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামে বাদী মোছাঃ রিমা বেগম ও তার স্বামীকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর যখম করে। এ ঘটনায় মোছাঃ রিমা বেগম গত ০১/১১/২০২১ইং তারিখে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর দু’জন আসামী জামিন নিয়ে বাড়িতে ফেরার পর থেকে অন্যান্য আসামীগণ ও তার সহযোগিরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে আবারও মারপিট, হামলা ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেখায়। এবং মামলা তুলে না নিলে বাদী ও বাদীর স্বামীকে হত্যা করে লাশগুম করবেন বলে হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, আমরা গ্রামের নিরীহ ব্যক্তি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাদীর স্বামী মোঃ চিনু মিয়া ও তার দেবর আব্দুল মালেক এবং মামলার স্বাক্ষী আব্দুস সালাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন