গাইবান্ধায় হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা!
গাইবান্ধার সাদুল্লাপুরে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি ফারুক মন্ডল (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারুক মন্ডল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় হামলার শিকার হন ফারুক। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী। অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ফারুক।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন