গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ জামান, সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাছিনা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক সেলিম পারভেজ সহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
পরে চারা বিতরণ শেষে আনসার ও ভিডিপি কার্যালয়ে ২ টি চারা গাছ রোপণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন