গাইবান্ধা পৌরসভার স্যানিটেশন খাতে বাজেট বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান
গাইবান্ধা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাত সুনির্দষ্টকরণসহ এ বাজেট বৃদ্ধির দাবিতে পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে নারী ফোরামের সদস্যরা পৌর মেয়রের হাতে এ স্মারকলিপি তুলে দেন। নারী ফোরামের সভাপতি সুলতানা-ই-নূর শাহী এর নেতৃত্বে ফোরামের সদস্যরা এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এতে উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল পৌরসভার বাজেটে স্যানিটেশন খাত সুনির্দষ্টকরণ ও বাজেট বৃদ্ধি এবং পৌর এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটগুলো ব্যবহার উপযোগি করে তোলা বিশেষ করে নারীদের জন্য ব্যবহার উপযোগী করা।
উল্লেখ্য; নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতকরণে ফানসা বাংলাদেশের সহায়তায় এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন