গাইবান্ধা প্রিমিয়ার ক্রিকেট লীগ ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্বোধন

গাইবান্ধা প্রিমিয়ার ক্রিকেট লীগ (জিপিএল) ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর অডিটরিয়ামে এ টুর্নামেন্ট দু’টির উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নাহিদ গ্রুপ অব কোম্পানিজের পৃষ্টপোষকতায় এ দুই টুর্নামেন্টে দু’টি গ্রুপে ৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ঘূর্ণিঝড় রিমালে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, রাগিব হাসান চৌধুরী হাবুল, রকিবুল হক চৌধুরী।

সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ওমর ফারুক রুবেল, মমতাজুর রহমান বাবু, রণজিৎ বকসী সুযর্য, মাহমুদুল হক শাহজাদা, ওয়াজিউর রহমান রাফেল, রকিবুল ইসলাম রিটন, ওয়াহিদ মুরাদ লিমন ও মাসুদুল হক মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গোলাম মারুফ মনা।