গাইবান্ধা-৩, ৪ ও ৫ আসনে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় বিভিন্ন প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

বুধবার (২৯ নভেম্বর) গাইবান্ধার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সমর্থিত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি।

এদিকে; গোবিন্দগঞ্জ সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাঘাটা এবং ফুলছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান রিপন মনোনয়নপত্র দাখিল করেছেন। গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মোত্তালিব মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য; গাইবান্ধা জেলার ৫টি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলার ৮১টি ইউনিয়নে ৬শ’ ৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ রাখ ৫২ হাজার ৬শ’ ৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫শ’ ৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১শ’ ৯ জন মহিলা ভোটার রয়েছে।