গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৪৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/1_20221012_125037_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ৪৩ টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এর আগে, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত।
এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়।
এবার, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭ টি ইউনিয়নের মোট ১৪৫ টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ১৪২ টি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০ টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭ টি ইউনিয়ন নিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন