গাইবান্ধা-৫ উপনির্বাচনে চার প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাকি চার প্রার্থী ভোট বর্জন করেছেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে সাঘাটা উপজেলার বগারভিটা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রনজু, বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র আপেল প্রতীকের প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও ট্রাক প্রতীকের সৈয়দ মাহবুবুর রহমান।

তারা অভিযোগ করে জানান, আওয়ামী লীগ ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ গোপন কক্ষে গিয়ে ভোট দেয়ায় তারা ভোট বজর্ন করছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ৪৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে। এতেই বোঝা যাচ্ছে নির্বাচন স্বচ্ছ হয়নি। তাই সকলের সম্মতিক্রমে ভোট বর্জন করা হয়েছে।