গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষা সামগ্রী বিতরণ
মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এর পবিত্র স্মৃতির স্মরণে মানব কল্যাণ কর্মসূচি ও দিশ্বত জন্মবার্ষিকী ও ১১৯ তম ওরশ শরীফ উপলক্ষে
গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষায় ২০২৪, গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষায় ২০২৪ উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মাইজভান্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে ও সহযোগিতায়
রানী দয়াময়ী কেন্দ্রের পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শামসুদ্দিন শিশির, জেলা পরিষদের সদস্য হাবিব আজম, সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।
আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক এর পৃষ্ঠপোষকতায় এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভান্ডারী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আওলাদে রাসূল নায়েব সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক সার্বিক তত্ত্বাবধানে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন