গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বাসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা, গোবিন্দপুর চৌরাস্তায় ,প্যালেস্টাইন পরিষদ, কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী বৃন্দ।
(৭ এপ্রিল) সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক আলাল মিয়া সভাপতিত্বে, এলাকাবাসি ব্যবসায়ী সাধারণ মানুষ ও বাসদ কর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। মোঃ এবাদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আলম মোঃ আতাউর রহমান আব্দুল আউয়াল ব্যবসায়ী সোহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাঁজা পরিষদ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
বাসদ মার্কসবাদী কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে।
তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং ব্যথিত। দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, প্যালেস্টাইন পরিষদ, কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন