গাজায় নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে সিপিবি’র ঘৃণা-সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ময়মনসিংহ জেল কমিটির উদ্যোগে ঘৃণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত।
সিপিবি নেতা কমরেড আব্দুর রব মোশারফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার, মহিলা পরিষদ জেলার সহ-সভাপতি কমরেড অধ্যাপক এডভোকেট লীলা রায়, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক কমরেড যীশুতোষ তালুকদার ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি গোকুল সূত্রধর মানিক প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদে জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিন-এর গাজায় সাধারণ মানুষের উপর ইতিহাসের নিকৃষ্টতম ও নৃশংসতম হত্যাকান্ড সংগঠিত করছে। গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, অথচ জাতিসংঘ আমেরিকার হাতের পুতুলের মতো আচরণ করছে, তারা নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বক্তারা আরও বলেন, ইসরায়েলি বাহিনী রাফা গভার্নোরেটের ৯০ শতাংশ বাড়ি ধ্বংস করেছে, যার মধ্যে আছে ২০ হাজার ভবনে ৫০ হাজার অ্যাপার্টমেন্ট। পাশাপাশি, রাফার ২৪টি সুপেয় পানির কুপের মধ্যে ২২টিই ধ্বংস করা হয়েছে। পয়নিষ্কাশন নেটওয়ার্কের ৮৫ শতাংশ অকেজো হয়ে পড়েছে।
ইসরাইলের ধ্বংসলীলায় বাদ যায়নি স্কুল, হাসপাতাল, বাসাবাড়ী আশ্রয়কেন্দ্র, উপাসনালয়। আজ সবই ধ্বংসস্তুুপে পরিণত হয়েছে। দখল করে নিয়েছে শহর এবং গাজা থেকে তা আলাদা করে দিয়েছে। আজ সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলো প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এ নৃশংসতা বন্ধ করা হোক।
সমাবেশ শেষে গাজায় ইসরায়েলীদের হত্যাকাণ্ড বন্ধের দাবীতে ও ফিলিস্তিনিদের সমর্থনে ময়মনসিংহ নগরীতে লাল পতাকা ও প্যালেস্টাইনের প্রতি সংহতি প্ল্যাকার্ডসমেত প্রতিবাদ মিছিল করেছে দলটি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন