গাজায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭১
অবরুদ্ধ গাজায় বিমান হামলায় নারী ও শিশুসহ ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
গত ১১ দিন ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭১ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের দক্ষিণ অংশের একটি বাড়িতে এই বিমান হামলা চালায় ইসরায়েল।
অন্যদিকে, গাজার খান ইউনিস এবং রাফাহ এলাকায় লাগাতার বোমা হামলার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে আল জাজিরা।
মেডিকেল সূত্র জানিয়েছে, রাফাহ এবং খান ইউনিসের বাড়িগুলোতে বোমা হামলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাতের আঁধারে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ২০০ টিরও বেশি হামলা চালিয়েছে তারা।
সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের দিকে যেসব বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এর বেশিরভাগই দক্ষিণ গাজায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন