গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ সামবেশে করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে অবস্থান কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল বের করে। পরে চেঙ্গী স্কোয়ারে সমাবেশে বক্তব্য রাখে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।
এ সময় বক্তারা বলেন,নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহŸান জানান জনসাধারণকে।
সমাবশে বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহমেদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন