গান্ধীর লেখা চিঠি বিক্রি হল সাড়ে ৪ লাখ রুপিতে!
চরকা কাটার গুরুত্ব নিয়ে মোহনদাস করমচন্দ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে। আমেরিকার এক নিলামঘরে তা বিক্রি হয়েছে ৬ হাজার ৩৫৮ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার রুপি।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গুজরাটি ভাষায় লেখা ওই চিঠির নীচে রয়েছে স্বাক্ষরের বদলে মহাত্মা গান্ধীর লেখা, ‘বাপুর আশীর্বাদ’।
জনৈক যশবন্ত প্রসাদের উদ্দেশে তা লিখেছেন মহাত্মা গান্ধী।
আমেরিকার অ্যারিজোনার নিলামঘর ‘আর আর অকশন’ একটি বিবৃতিতে ওই চিঠি নিলামের কথা জানিয়েছে।
চিঠির এক জায়গায় গান্ধী লিখেছেন, ‘চরকা নিয়ে আমরা যা আশা করেছিলাম, তা-ই হয়েছে।’
আরেক লাইনে রয়েছে, ‘যাই হোক, আপনি যা বলছেন, তাই সঠিক। সব কিছুই চরকার উপর নির্ভর করছে।’
সে সময় দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসাবে চরকাকে তুলে ধরতে চেয়েছিলেন গান্ধী। স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি, আর্থিকভাবে স্বাবলম্বী করতে চরকার গুরুত্বের কথা প্রচার করেছিলেন। দেশের মানুষকে প্রতিদিন চরকা কাটার পরামর্শ ছিল তার। চরকা নিয়ে মহাত্মার ওই চিঠির গুরুত্ব তাই অপরিসীম।
তবে কত টাকায় তা নিলাম হয়েছে জানালেও চিঠিটির নয়া মালিকের নাম এখনও প্রকাশ করেননি আর আর অকশন কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন