গাড়ি মেরামত শেখানো হবে সৌদি নারীদের
ভ্রমণে কিংবা কোনো গন্তব্যে যাওয়ার সময় প্রাইভেটকারের যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। এ অবস্থায় যদি ওই গাড়ির চালক হন একজন নারী, তাহলে কী করবেন তিনি?
তাই জরুরি মুহূর্তে নারীরা কীভাবে গাড়ি মেরামত করবেন তা শেখানোর উদ্যোগ নেয়া হয়েছে সৌদি অারবে। এ লক্ষ্যে দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি) একটি কোর্স চালু করার ঘোষণা দিয়েছে।
গত সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ঘোষণা দেন বাদশাহ সালমান। ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেন তিনি। নারীদের গাড়ি চালানোর এই আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে।
এরপর অক্টোবর মাসে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগেও নারী কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
এবার নারীদের গাড়ি মেরামতের কোর্স করানোর কথা জানানো হলো।
এই কোর্স করানোর বিষয়ে টিভিটিসির কর্মকর্তা আহমদ বিন ফাহদ আল-ফুয়াদ বলেন, জরুরি মুহূর্তে কীভাবে গাড়ির মেরামত করতে হবে তার জন্য নারীদের শিক্ষা দেবে কর্পোরেশন। এজন্য নাইট কোর্স চালু করা হবে।
এই কোর্স করানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটির নারীরা। তারা বলছেন, গাড়ি মেরামতে আমাদের কোনো ধারণা নেই। যদি জুনে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় তাহলে প্রশিক্ষণ নেয়া দরকার।
সূত্র : আরব নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন