‘গায়েবী আওয়াজ’ শুনেছিলেন সেই গাড়িচালক
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে পথচারীদের ওপরে উঠিয়ে দেয়া সেই গাড়ির চালক ঘটনার আগে ‘গায়েবী আওয়াজ’ শুনেছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের ব্যস্ততম টাইমস স্কয়ার এলাকায় রিচার্ড রোজাস (২৬) নামের ওই ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোয় এক নারী নিহত হন। এছাড়া আরও ২২ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ রোজাসকে গ্রেফতার করে। তিনি পুলিশকে বলেন, তিনি মাদক সেবন করেছিলেন এবং একটি কণ্ঠ শুনতে পেয়েছিলেন। ওই কণ্ঠ তাকে লোকজনকে মারতে বলছিল বলে জানান রোজাস।
পুলিশ জানায়, গ্রেফতার রিচার্ড রোজাস নৌবাহিনীর সাবেক সদস্য। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারসহ মানুষ খুনের চেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।
এর আগে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য দুবার গ্রেফতার হয়েছিলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন