গির্জা নির্মাণ করবে সৌদি, ভ্যাটিক্যানের সঙ্গে চুক্তি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/girza-2-20180505094430.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সৌদি আরবে গির্জা নির্মাণে ভ্যাটিক্যানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।
বর্তমানে সৌদি আরবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মচর্চা নিষিদ্ধ। এ কারণে অন্য কোনো ধর্মের উপাসনালয়ও দেশটিতে নেই।
মিসরীয় গণমাধ্যম ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গত এপ্রিলে ভ্যাটিক্যানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক কর্মকর্তা জ্যাঁ-লুই তুরান সৌদি আরব সফরের সময় গির্জা নির্মাণের চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এর আগে ভ্যাটিক্যান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তুরান জানান, আন্তঃধর্মীয় সংলাপের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে তাদের একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। তবে গির্জা নির্মাণের ব্যাপারে তিনি কিছু জানাননি।
সৌদি আরব সফরের সময় বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদসহ দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিক্যানের ওই কর্মকর্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন