গুগল প্রধানকে তলব করলো মার্কিন কংগ্রেস
বিশ্বে গুগলের ব্যবসায়িক খোঁজ খবর নিতে আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসের বিচারবিভাগীয় কমিটির সামনে হাজিরা দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। শুক্রবার কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং রিপাবলিকান সিনেটর কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাত করে এ কথা জানিয়েছেন তিনি।
সিনেটর ম্যাকার্থি বলেন, ‘গুগলের মতো তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিনিয়ত ফুলেফেঁপে উঠছে, অথচ সেই ব্যবসা সম্পর্কে আমাদের কোনও স্পষ্ট ধারণা নেই। ফলে, প্রতিষ্ঠানটি সম্পর্কে আস্থার অভাব দেখা যাচ্ছে। যার পরিণতিতে আদতে ক্ষতিগ্রস্ত হবেন গুগলের গ্রাহকরাই।’
মার্কিন কংগ্রেসের একটি সূত্র বলছে, গুগল চীনে কীভাবে ব্যবসা পরিচালনা করছে পিচাইয়ের কাছে সেটা জানতে চাওয়া হবে। মূলত এ কারণেই তাকে তলব করা হয়েছে।
হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বলা হয়, গুগলের প্রধান নির্বাহী বিষয়টি নিয়ে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলাউয়ের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন। নভেম্বরে মার্কিন কংগ্রেসে হাজিরা দেবেন বলে কুডলাউকেও জানিয়েছেন পিচাই।
এক বিবৃতিতে গুগলের প্রধান নির্বাহী পিচাই বলেন, ‘মার্কিন কংগ্রেসকে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাব। তাদের কোনও প্রশ্ন থাকলে, তারও জবাব দেবে গুগল কর্তৃপক্ষ।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন