গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবি উপাচার্যের ক্যাম্পাস পরিদর্শন
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন তিনি।
শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে গুচ্ছ পরীক্ষার কেন্দ্রসমূহ, প্রধান ফটক, অভিভাবক কর্ণার, শহীদ মিনার সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান প্রমুখ।
এসময় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গুচ্ছ তো এবারই প্রথম নয়। আমরা মনে করি আমাদের সর্বোপরি প্রস্তুতি আছে। আশা করি পরীক্ষা ভালোভাবে হবে।
রাত ১১ টার দিকে হল বন্ধের বিষয়ে তিনি বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী একটা ডিসিপ্লিনের মধ্যে থাকুক আর দূরদুরান্তের ভর্তিচ্ছুরাও এর আগেই আশা করি ক্যাম্পাসে প্রবেশ করবে তাই এরকম সিদ্ধান্ত। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দীক্ষার প্রতি বেশী করে মনোনিবেশ করতে বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন