গুনাথিলাকা অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না, জামিন হয়নি

শ্রীলঙ্কা বাদ পড়ার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন ধানুস্কা গুনাথিলাকা। গ্রুপ পর্বে টেবিলের চারে থেকে দেশে ফিরেছে দাসুন শানাকার দল।

এদিকে এক নারীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করায় অভিযুক্ত গুনাথিলাকা ফিরতে পারছেন না। গ্রেপ্তার হওয়া লঙ্কান ব্যাটারের জামিনও নামঞ্জুর করেছে অস্ট্রেলিয়ার সিডনির আদালত।

হ্যামস্ট্রিং চোটে ভুগতে থাকা গুনাথিলাকার কারাবাস আরও দীর্ঘায়িত হচ্ছে তাতে। ধর্ষণের চারটি অভিযোগে ৬ নভেম্বর টিম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিডনির আদালত তার বিরুদ্ধে অবশ্য কোনো অপরাধের অস্তিত্ব খুঁজে পাননি। তবে ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়াসম তার জামিন আবেদন খারিজ করেছেন।

আদালতের এমন রায় ‘হতাশাজনক’ উল্লেখ করেছেন ৩১ বর্ষী গুনাথিলাকার আইনজীবী আনান্দ অমরনাথ। জামিনের জন্য সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যদি জামিন আবেদন মঞ্জুর হয়, খুব দ্রুত জেল থেকে ছাড়া পেতে পারবেন লঙ্কান তারকা।

ছাড়া পেলেও অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না গুনাথিলাকা। যতদিন পর্যন্ত বিচারকার্য সম্পূর্ণরূপে শেষ না হচ্ছে, ততদিন দেশটিতে থাকতে হবে। অমরনাথ জানিয়েছেন, জোরাল আবেদন ও কয়েকটি অপরাধের অভিযোগ আসার কারণে বিষয়টি শেষ হতে বছরখানেক লেগে যেতে পারে।

এর আগে অন্তত তিনবার গুনাথিলাকাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড- এসএলসি। যার মধ্যে কমপক্ষে দুবার তার শাস্তি কমিয়ে আনা হয়েছিল। সোমবার তাকে সবধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে লঙ্কান বোর্ড।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও তদন্ত করা হবে। অস্ট্রেলিয়ার আদালতের দেয়া রায়ের উপর ভিত্তি করে গুনাথিলাকার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। নিরপেক্ষ তদন্তের জন্য অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকেও সবধরনের সহায়তা করবে।

গুনাথিলাকা ইস্যুতে খুব বেশি বলতে চাননি এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা। বলেছেন, ‘আমরা তাকে অবশ্যই সমর্থন করব।’ লঙ্কান বোর্ড এটিও বলেছে, এধরনের ঘটনার ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’র ভেতর দিয়ে যাবে।