গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মার্কিন নাগরিকের ১০ বছরের কারাদণ্ড
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। ৩৭ বছর বয়সী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিয়ু ওয়াং যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির একজন গবেষক যিনি ইরানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সূত্রে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
রবিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ওয়াংকে কারাদণ্ড দেয়ার ঘোষণার কথা জানান ইরানের সহকারি বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেজি। এ ব্যাপারে ইরানের আইন আদালত সম্পর্কিত সরকারি সংবাদ সংস্থা মিজান অনলাইন জানায়, ওয়াং যুক্তরাষ্ট্র সরকার সহ ব্রিটিশ ইনস্টিটিউট অব পার্সিয়ান স্টাডিজ, প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভার্ড কেনেডি স্কুলের অধীনে খুব গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহের এক গোপন প্রকল্পে কাজ করছিলেন।
সংবাদ সংস্থাটি আরো জানায়, গ্রেফতারের আগে তিনি গোপন নজরদারিতে রাখা দেশের গুরুত্বপূর্ণ দলিলপত্রের সাড়ে ৪ হাজার পৃষ্ঠা ডিজিটালভাবে নিজের সংগ্রহে নিয়ে আসতে সক্ষম হন।
এ ব্যাপারে এজেজি বলেন, ‘ওয়াং সরাসরি মার্কিন নির্দেশনায় তথ্য সংগ্রহ করছিলেন, যাতে তার ১০ বছর কারাদণ্ড হয় তবে আপিল করার সুযোগ আছে। ’
আইন আদালত সম্পর্কিত এক সংবাদ সংস্থা সূত্রমতে, গত আগস্ট মাসে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে ওয়াংকে গ্রেফতার করা হয়।
এদিকে, এ ঘটনায় গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে ইরানকে আহবান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, ইরান তাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে।
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন