গুলশানের ‘লক্ষী কুঞ্জে’ মিলবে না আর নায়করাজের দেখা
রাজধানীর গুলশান ২ এর ৫ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়িটির নাম ‘লক্ষী কুঞ্জ’। নিজের অর্জিত আয়ে এই বাড়িটিতেই তিনি গড়েছিলেন নিজের আবাস। এতদিন এই ঠিকানাতেই পাওয়া যেত নায়ক রাজ্জাককে। কিন্তু দীর্ঘদিনের ঠিকানা পাল্টে ফেলেছেন তিনি।
নেই নায়করাজ রাজ্জাক। পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছেন। আর কখনো নীল আকাশের নিচে হাঁটবেন না, গাইবেন না কোনো অভিমানী গান। অনন্তকালের নিদ্রায় গিয়েছেন তিনি। আগামীকাল সকাল ১০টার পর থেকেই তার নতুন ঠিকানা হবে কবর নং : ৩৬৬৯/১, বনানী কবরস্থান, বনানী, ঢাকা-১২১৩।
খোঁজ নিয়ে দেখা গেল এরইমধ্যে নায়করাজের নতুন ঠিকানা সম্পূর্ণ প্রস্তুত। বনানী কবরস্থানে গিয়ে দেখা গেলো কবরস্থানের ভিতর এবং বাইরে তার ভক্তরা ভিড় জমাচ্ছেন। অনেকেই তাদের প্রিয় নায়করাজের শেষ ঠিকানাটি চোখের দেখা দেখতে আসছেন।
নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। আজ দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে তার। কিন্তু দাফন হবে বুধবার সকাল ১০টায়। কারণ নায়করাজের মেজ ছেলে বাপ্পি বাবাকে শেষবারের মতো দেখতে কানাডা থেকে ঢাকা আসছেন। তার পৌঁছাতে ভোর ৪টা বাজবে। তাই অপেক্ষা করা হচ্ছে।
এই অভিনেতার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন