গুলিবিদ্ধ হয়েও এটিএম বুথ বাঁচালেন নিরাপত্তাকর্মী! (ভিডিও)
নিজের জীবনবাজি রেখে দুই অস্ত্রধারী ডাকাতের হাত থেকে এটিএম বুথ বাঁচালেন দিল্লির এক নিরাপত্তাকর্মী। এসময় গুলিবিদ্ধও হয়েছেন ওই নিরাপত্তাকর্মী তারপরও ডাকাতদের সঙ্গে লড়াই চালিয়ে যান।
দিল্লির মাজরা দাবার এলাকার ঘটনা। সেখানকার এসবিআই এটিএম বুথ ভেঙে অর্থ লুট করার পরিকল্পনা করেছিল তারা। সিসিটিভি’র ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। টুইটারে তা প্রচার করেছে সংবাদ সংস্থা এএনআই। এক মিনিট ১৯ সেকেন্ডের ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি এটিএম এর দিকে এগিয়ে আসছে। ভিডিও’তেই দেখা গেছে দুজনের কাছেই অস্ত্র রয়েছে।
একজন অস্ত্র নিয়ে এগিয়ে আসেন বুথের দিকে। অন্যজন তখন মোটরসাইকেলেই ছিলেন। কিন্তু রুখে দাঁড়ালেন নিরাপত্তাকর্মী।
এমনকি গুলি খাওয়ার পরও তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এই নিরাপত্তাকর্মীর দায়িত্বশীলতা সবাইকে অবাক করে দিয়েছে। তিনি দেহে গুলি নিয়ে দুজনকে বাধা দিচ্ছিলেন এটিএম-এ প্রবেশ করতে।
খুব দ্রুত আশপাশের লোকজন চলে আসে। অবস্থা বেগতিক দেখে পলায়ন করে ওই দুই ডাকাত। অবশ্য নিরাপদে সরে যাওয়ার জন্য ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায় তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন