গৃহপরিচারিকা বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন!
সিঙ্গাপুরে গৃহপরিচারিকা বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞাপনে ইন্দোনেশিয়ার গৃহপরিচারিকাদের বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ঘটনায় শুরু হয়েছে নিন্দার ঝড়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে প্রায় আড়াই লাখ গৃহপরিচারিকা আছেন। মূলত ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দরিদ্র অঞ্চল থেকে এই নারীরা ভাগ্যান্বেষণে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গৃহপরিচারিকার কাজে উচ্চবেতন দেওয়া হয়।
অনলাইনে একটি ই-কমার্স ওয়েবসাইটে ‘মেইড ডট রিক্রুটমেন্ট’ নামের এক ব্যবহারকারী এই বিজ্ঞাপন দিয়েছেন। জানা গেছে, এই বিজ্ঞাপনে ইন্দোনেশিয়ার কিছু গৃহপরিচারিকার কাছ থেকে সেবা নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। তাতে কিছু ক্ষেত্রে বলা হয়েছে, গৃহপরিচারিকা বিক্রি হয়ে গেছে বা বিক্রি করা হবে।
মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহপরিচারিকাদের ওপর অত্যাচার ও যৌন নির্যাতনের বিষয়ে নিয়মিত অভিযোগ করে আসছে ইন্দোনেশিয়া। তবে সিঙ্গাপুরে এই চিত্র বেশ ভিন্ন। কঠোর নিয়মের কারণে দেশটিতে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ তুলনামূলকভাবে অনেক কম।
এমন বিজ্ঞাপন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই বিজ্ঞাপন যাঁরা দিয়েছে তাঁদের বিচারের মুখোমুখি করার দাবিও উঠেছে। সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিজ্ঞাপনটির প্রচার এরই মধ্যে বন্ধ করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন