গৃহহীনদের বাঁচাতে নাম না জানা ব্যক্তি দিলেন ৪৫ কোটি!
তুষারপাতে গৃহহীনদের শোচনীয় অবস্থায় পড়তে হয়। মাথা গোঁজার ঠাঁই না থাকলে বরফের মধ্যে কী আর জীবন টেকে? ইংল্যান্ডে ভবঘুরেদের এ অবস্থা থেকে বাঁচাতে গড়ে উঠেছে ‘হার্ট অব ইংল্যান্ড কমিউনিটি’।
এরা ফান্ড গঠন করছে। ওয়েস্ট মিডল্যান্ডসের এই চ্যারিটির ভাগ্য বড় ধরনের প্রাপ্তি যোগ হয়েছে। নাম না জানা এক দাতা সেখানে দান করেছেন ৪ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা।
চ্যারিটি জানিয়েছে, এর মধ্যে থেকে ৩ মিলিয়ন ইউরো দিয়ে এই তুষারপাতের সময় নতুন বছরে গৃহহীনদের জন্যে ঘরের ব্যবস্থা করা হবে। বাকি ১ মিলিয়ন দিয়ে আগামী বছরগুলোর জন্যে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে।
চ্যারিটির পক্ষ থেকে ওই দাতা ব্যক্তির জন্যে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। এখন ভবঘুরেদের জন্যে যে ব্যবস্থা রয়েছে সেগুলোর উন্নয়ন এবং নতুন আবাসনের ব্যবস্থা করা যাবে।
এই তুষারপাতে এক গৃহহীনের জমাট লাশ পাওয়া যায়। তার লাশটি পাওয়া যায় বার্মিংহাম সিটি সেন্টারের কাছেই।
এর পরই এই বিশাল মাপের সহায়তা করলেন কেউ একজন। তাদের মাথার ওপর এবার ছাদ থাকবে। দাতা চাইছেন, তার এই অর্থ দিয়ে গৃহহীনরা যেন মাথার ওপর ছাদ দেখতে পান।
সবাই প্রাণভরে প্রার্থনা করছেন সেই দাতার জন্যে।
সূত্র : ইন্ডিয়া টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন