গেইলদের মোকাবেলায় প্রস্তুত তামিমরা
লর্ডসে বসছে তারার মেলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে আইসিসি বিশ্ব একাদশ। যেখানে বিশ্ব একাদশের হয়ে এক জার্সিতে মাঠে নামছেন বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। থাকছেন ক্যারিবিয়ান তারকারাও।
গত বছর প্রলয়ংকরী হারিকেনে বিধ্বস্ত হয় কয়েকটি ক্যারিবীয় স্টেডিয়াম। সেসবের সংস্কারে তহবিল সংগ্রহের লক্ষ্যে এ ম্যাচের আয়োজন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায় (স্থানীয় সময় বিকাল ৫টায়)।
বিশ্ব একাদশের নেতৃত্বে থাকছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এ দলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দাতব্য এ ম্যাচে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার পরিবর্তে দলে ঠাঁই পেয়েছেন নেপালের তরুণ লেগস্পিনার সন্দ্বীপ ল্যামিচানে।
এ ছাড়া টি-টোয়েন্টির জনপ্রিয় ক্রিকেটার থিসারা পেরেরা, শোয়েব মালিক, মোহাম্মদ সামি, টাইমাল মিলস, আদিল রশিদরাও থাকছেন। ম্যাচের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন আফগান স্পিন জাদুকর রশিদ খান।
ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেটে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বহু আগে। বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন তারা। দলে আছেন ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানরা। এ ছাড়া আছেন চার বলে চার ছক্কা হাঁকিয়ে বিশ্ব শিরোপা জেতানো কার্লোস ব্র্যাথওয়েট। ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন তিনিই।
স্কোয়াড
আইসিসি বিশ্ব একাদশ : শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, দীনেশ কার্তিক, রশিদ খান, টাইমাল মিলস, সন্দ্বীপ ল্যামিচানে, মিশেল ম্যাক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুকরনকি, আদিল রশিদ, মোহাম্মদ সামি, স্যাম বিলিংস ওস্যাম আরান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, দীনেশ রামদিন, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বাদ্রি, রায়াদ এমরিত, অ্যাশলেনার্স, কিমোপলওরভম্যানপাওয়েল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন