প্রতারক চক্রের ফাঁদ
গেম খেলার ওয়েবসাইটে ঢুকে ফতুর হচ্ছে যশোরের মনিরাপুরের যুবকেরা
ওয়েবসাইটে গেম খেলে হাজার হাজার টাকা ইনকামের লোভনীয় অফার দেখিয়ে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। এই গেমের ফাঁদে পড়ে শত শত, হাজার হাজার টাকা খুয়াচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার উঠতি বয়সী যুবকেরা।
ফেসবুকে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে আবার গুগোল ক্রোমের মাধ্যমে ওয়েবসাইটে গেম খেলার লোভনীয়, ধামাকা অফার দিয়ে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। তারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে বলছে। তারপর নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, বিকাশ, নগদ, রকেট একাউন্ট নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করার পর, ডিপোজিট করার নামে বিকাশ, নগদ, রকেট থেকে টাকা নিচ্ছে। এই ডিপোজিটে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মোটা অংকের টাকা দিলেও ডিপোজিট হচ্ছে না। ৫০ টাকা ডিপোজিট করলে, দেখাচ্ছে মিনিমাম ১০০ টাকা দিতে হবে।
এইভাবে একের পর এক ডিপোজিটের নামে বেকার যুবক অথবা উঠতি বয়সীদের কাছ থেকে অনলাইনে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে শত শত, হাজার হাজার টাকা। এই প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করছে। তারমধ্যে একটি হচ্ছে wintk20.com। গেম খেলে ইনকামের লোভ দেখিয়ে যুবকদের ভিড়াচ্ছে তাদের ওয়েবসাইটে।
পরে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে চরম ভাবে ফতুর হচ্ছে যুবকেরা। আর লাভবান হচ্ছে প্রতারক চক্র।
বিয়ষটির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের দৃৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন