গোপনে ইসরায়েল সফরে সৌদি যুবরাজ!
ইসরায়েল সফর করেছেন সৌদি আরবের যুবরাজ আমির মোহাম্মদ বিন সালমান। তবে তাঁর এ সফর ছিল গোপন। চলতি বছর সেপ্টেম্বরে তিনি এই গোপন সফরে যান।
স্থানীয় সময় গত শুক্রবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রেডিও চ্যানেল ‘হিব্রু’ জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি রাজপরিবারের এক শীর্ষস্থানীয় ব্যক্তি গোপনে রাজধানী তেলআবিব ভ্রমণে যান। সেখানে তিনি আঞ্চলিক শান্তির বিষয়ে আলোচনা করেন। পরে ইসরায়েলি প্রশাসনের পক্ষে থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই শীর্ষস্থানীয় ব্যক্তি যে সৌদি যুবরাজ, তা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তা এএফপিকে জানান, ইসরায়েলের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করেন মোহাম্মদ বিন সালমান।
এ ছাড়া সৌদি যুবরাজের ইসরায়েল সফরের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে সাংবাদিক অ্যারিয়েল কাহানা টুইটারে লিখেন, ‘বিন সালমান এক প্রতিনিধিদলের সঙ্গে ইসরায়েল সফরে যান এবং আলোচনা করেন।’
এ ছাড়া মুজতাহিদ নামের একজন সৌদি ব্লগার লিখেন, ‘নোগা টার্নোপোলস্কি নামের একজন সাংবাদিক সৌদি যুবরাজের ইসরায়েল ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। নোগা দীর্ঘদিন ধরেই ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন