গোপন করলেন না কোহলিও
বিরাট কোহলির গাড়িপ্রীতি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক খবর গণমাধ্যমে এসেছে। বিষয়টি গোপন করলেন না তিনিও।
অকপটে স্বীকার করলেন যেমন-তেমন নয়, বিলাসবহুল গাড়ির বড় ভক্ত ভারতীয় এ অধিনায়ক।
কোহলির গ্যারেজসমৃদ্ধ করে রয়েছে বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি। সংখ্যাটা নেহাতই কম নয়।
সেখানে রয়েছে ডজনখানেকরও বেশি গাড়ির সমাহার।
সম্প্রতি যোগ হয়েছে আরেকটি গাড়ি। এটি নাকি এ রানমেশিনের স্বপ্নের গাড়ি।
তিনি বলেন, আমি বিলাসবহুল গাড়ির পাঁড়ভক্ত। সেডান ও এসইউভি- দুই ধরনের গাড়িই পছন্দ করি। নিত্য যাতায়াতের জন্য ব্যবহার করি এসইউভি। তবে অন্যান্য ক্ষেত্রে আমার অটোমেটিক চয়েস সেডান। অবশ্যই বিলাসবহুল গাড়ি পছন্দ।
সপ্তাহের ছুটির দিনটি কোথায় যেতে ভালো লাগে? জবাবে মাস্টারপিস বললেন, সপ্তাহান্ত কাটানোর সে রকম সুযোগ আমি পাই না। তবে ছুটি পেলে বাড়িতে বিশ্রাম নিই। কখনও প্রিয় গাড়িতে চেপে মনোরম রাস্তা দিয়ে গান শুনতে শুনতে আউট হাউসে যাই।
কোহলির গ্যারেজে শোভা পাচ্ছে জার্মান অডি ব্র্যান্ডের আর৮ এলএমএক্স, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ, আর৮ ভি১০, আর৪ ভি১০, এ ৮এল ডব্লিউ১২, এস৬, এস৫, ও৭ ৪.২, টয়োটা ফর্চুনার ও রেনাল্ট ডাস্টার। নতুন যোগ হওয়া বেন্টলি কন্টিনেন্টাল জিটিসহ আরও কয়েকটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন