গোপন নথি ফাঁস জাতিসংঘ মহাসচিবকে চোখে চোখে রাখছে যুক্তরাষ্ট্র: বিবিসি
যুক্তরাষ্ট্র সরকার মনে করছে রাশিয়ার স্বার্থরক্ষায় স্বতস্ফূর্তভাবে কাজ করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি অনলাইনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে এই তথ্য পাওয়া গেছে। ওই নথি বলছে, ওয়াশিংটন খুব কাছ থেকে গুতেরেসের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
অনেক নথিতে জানা গেছে, গুতেরেস ও তার সহকারীর সাথে গোপন যোগাযোগ রাখছিল। আফ্রিকার নেতা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গুতেরেসকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরমধ্যে নথিতে জানা যায়, কৃষ্ণসাগরে ইউক্রেন-রাশিয়ার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য চুক্তির বিষয়ও কড়া নজরে রেখেছে যুক্তরাষ্ট্র।
ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ‘গুতেরেস রাশিয়ার রফতানি সামর্থ্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।’মস্কোকে জবাদিহিতার আওতায় আনার ক্ষেত্রেও জাতিসংঘ মহাসচিব কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও মনে করছে পেন্টাগন। সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন