গোপালগঞ্জের মুকসুদপুরে ইলিশ মেলায় মানুষের ঢল

মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গতকাল রাত ১২টার পর থেকে। তাই মজুদৃত ইলিশ মাছ বিক্রি করে শেষ করতে হবে।
গতকাল (৩ অক্টোবর) শক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচুড়া বাজারে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ইলিশ মেলা উপলক্ষে ইলিশ বিক্রির ধুম।
মেলাকে ঘিরে ইলিশ কিনতে আসে উপজেলা সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ।
স্থানীয় ও আড়ৎদারদের সাথে আলাপকালে তারা জানায় প্রতিবছরের ন্যায় এবারও নিষেধাজ্ঞার আগমুহূর্তে ইলিশের মেলা বসে। স্থানীয় ছাড়াও আশপাশের লোকজন ইলিশ কিনতে জড়ো হন মেলায়। বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা বেশি হওয়ায় পছন্দের ইলিশ কিনতে পারেনি অনেকে।
মেলায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ১৮০০ টাকা থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয় কেজিপ্রতি ৯০০ থেকে ১১০০ টাকায়, আর ২৫০ গ্রাম ও তার নিচে ওজনের ইলিশ বিক্রি হয় ৬৫০ থেকে ৫৫০ টাকায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন