গোপালগঞ্জের মুকসুদপুরে সমাজসেবা কর্মকর্তার পরিচয়ে প্রতারনা; ৬ মাসের জেল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজ সেবা কর্মকতার্ পরিচয়ে প্রতারনার দায়ে মোঃ জহুরুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা সহকারী (ভূমি) ও ভ্রাম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহা এ সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জহুরুল নাটোর সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

মুকসুদপুর উপজেলা সমাজ সেবা কর্মকতার্ মোঃ মোশারফ হোসেন জানান জহুরুল সমাজ সেবা কর্মকতার্ পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দিবে বলে প্রতারনা করে আসছিলেন, সোমবার সকালে এলাকাবাসী তাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসলে বিষয়টি উপজেলা সহকারী (ভূমি) ও ভ্রাম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহাকে অবগত করলে তিনি স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সহকারী (ভূমি) ভ্রম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহা বলেন জহুরুল ইসলাম একজন প্রতারক সত্যতা পাওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।