গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মটরসাইকেল চালক নিহত


গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত বাসের চাপায় নাইমুল ইসলাম সুজন (৪০) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কলেজমোড় নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত বাস মহাসড়কে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই মটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন