গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত
‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
শনিবার (২২ মে) বিকাল ৩ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী মোঃ আজিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আছাদুজ্জামান নূর সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় পৌরসভাসহ উপজেলার ১৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন