গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের চাপায় ইজিবাইক, নিহত ৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/08/download-10.jpeg)
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে ইজিবাইক চাপা পড়ে সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।
নিহতরা হলেন, ইজিবাইক যাত্রী মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), ইজিবাইক চালক একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৩৮)।
স্থানীয়দের বরাতে ও মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক। এতে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মেরে হেলে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী সহোদর ভাই বশার শেখ ও খায়ের শেখ নিহত হন। এ ঘটনায় ইজিবাইক চালক হাসান শেখ ও ইয়ার আলী গুরুতর আহত হন।
বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান। তাঁরা ইজিবাইকে করে মুকসুদপুরের বিশ্বম্ভরদী থেকে পার্শ্ববর্তী টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বাস-ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন