গোপালগঞ্জের মুকসুদপুরে পরীক্ষায় ফেল করায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে দাখিল পরীক্ষায় ফেল করায় লিজা আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় ফলাফল প্রকাশের পর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি জেনে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
লিজা খানম উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া জালাল মাঠ গ্রামের রেজাউল ইসলাম রিজুর মেয়ে। সে এ বছর বাহাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
পরিবারের সুত্রে জানাগেছে ফলাফল জানার পর সে নিস্তব্ধ হয়ে যায়। বাড়ীর কেহ বুজে উঠার আগে ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ীর লোক। পরে বিষয়টি মুকসুদপুর থানায় জানানো হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন