গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর মধুমতি বিলরুট ক্যানাল কংশুর এলাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী গৌতম গাইনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকালে নৈশ প্রহরী গৌতমের মরদেহ উদ্ধার করা হয়। গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে।

মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আলমগীর হোসেন জানায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার (০৯ জুলাই) রাত সাড়ে ৮ টায় কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নৈশ প্রহরী গৌতম গাইন। এরপর থেকে বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরের দিন বৃহস্পতিবার মুকসুদপুর থানায় সাধারণ ডায়রি (জিডি নং-৫১৫) করে নিহতের স্ত্রী মিলি বৈরাগী।

পরে আজ শুক্রবার (১১জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকার মধুমতি বিলরুট চ্যানেলে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।