গোপালগঞ্জের মুকসুদপুরে গৌতম গাইন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে গৌতম গাইন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজলার কলিগ্রাম বঙ্গরত কলজ মাঠের পাশের সড়কে নিহতের স্বজন এ মানববন্ধনর আয়াজন করে। এ মানববন্ধনে স্বজন ও এলাকাবাসি অংশগ্রহন করে।

স্থানীয় জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়র নৈশ প্রহরী গৌতম গাইন গত বুধবার (৯-৭-২৫) রাত থক নিখাঁজ হয়। শুক্রবার (১১-৭-২৫) গোপালগঞ্জ সদর বৈলতলী এলাকার কুমার নদ থক হাত-পা বাধাঁ ভাসমান অবস্থায় বৈলতলী ফাড়ীর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত গৌতম গাইন উপজলার কলিগ্রাম গ্রামের বিমল গাইনের ছেলে।

নিহত গৌতমের স্ত্রী মিলি বৈরাগী জানান, বুধবার রাতে জলিরপাড় জে,কে,এমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ে পাহারা দেয়ার জন্য বাড়ী থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়ী ফেরেনি। আমি হত্যাকারিদের বিচার চাই।

মুকসুদপুরর সিদিয়াঘাট ফাড়ী তন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা হত্যাকারিদের গ্রফতারের চেষ্টা চালিয় যাছি।