গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
            
                     
                        
       		গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো: হারুন- অর- রশীদ। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাকিব হাসান শুভ।
এ সময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চলনায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর ইসলাম মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি লিয়াকত হোসেন, মেহের মামুন, বাদশাহ মিয়া নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




