গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়, গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

মুকসুদপুর উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আই এফ এফ এস প্রকল্পের উপ প্রকল্প পরিচালক খায়রুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইয়্যেদুল ইসলাম ভূইয়া, গোপালগঞ্জ জেলা খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।