গোপালগঞ্জের মুকসুদপুরে হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪৪ তম হারল্যান স্টোরের নতুন আউটলেটের উদ্বোধন করেছেন রিমার্ক-হারল্যানের চিফ অপারেটিভ অফিসার তাসনিম হুসাইন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মুকসুদপুর সদরের ব্যস্ততম এলাকা চৌরঙ্গীতে হারল্যান স্টোরের নতুন আউটলেট উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। দেশব্যাপী হারল্যান অথেনটিক কসমেটিক্স এর চাহিদা বাড়ায় বেড়েই চলছে আউটলেটের সংখ্যা। এরই ধারাবাহিকতায় এই আউটলেট উদ্বোধন করা হয়।

কোম্পানির চিফ অপারেটিভ অফিসার তাসনিম হুসাইন বলেন ‘অথেনটিক মানেই হারল্যান। আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে পৌঁছে দিতে হারল্যান স্টোর চলে এসেছে মুকসুদপুরে। এভাবেই ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।’