গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

গোপালগঞ্জে মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিগনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ।

(১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার নিজ বাস ভবন কানুড়িয়া গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমান আওয়ামীলীগের দেশ বিরোধী কর্মকান্ড, নীতি ও আদর্শের সাথে আমার নীতির সাংঘর্ষিক হওয়ায় কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন

জানা যায়, মোহাম্মদ আলী শেখ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। শারীরিক ভাবে অসুস্থ রাজনীতিতে সময় দিতে পারি না। এ জন্য আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।