গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

গোপালগঞ্জে মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিগনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ।
(১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার নিজ বাস ভবন কানুড়িয়া গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমান আওয়ামীলীগের দেশ বিরোধী কর্মকান্ড, নীতি ও আদর্শের সাথে আমার নীতির সাংঘর্ষিক হওয়ায় কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন
জানা যায়, মোহাম্মদ আলী শেখ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। শারীরিক ভাবে অসুস্থ রাজনীতিতে সময় দিতে পারি না। এ জন্য আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন