গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মাহি খানম (১০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে পাঁছড়া গ্রামের জুয়েল মুন্সীর মেয়ে।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের পাঁছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় মাহি খানম নিজ বাড়ীর পুকুরে গোসল করতে নেমে সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুজি করে না পেয়ে, মুকসুদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা মাহির মরদেহ উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




