গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী।

আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় জামায়েত ইসলামীর কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজিবুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ,পৌর সেক্রেটারি আবু তালেব।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।’